পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার তথ্য গোপন করার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগের সব কটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন এই রিপাবলিকান নেতা।
ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, দীর্ঘ পাঁচ সপ্তাহ ধরে শুনানির পর নিউইয়র্কের ম্যানহাটনে স্থানীয় সময় বৃহস্পতিবার ৩০ মে ট্রাম্পের মামলায় রায় ঘোষণা করেন ১২ জন বিচারকের একটি বেঞ্চ। ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে আগামী ১১ জুলাই।
১২ সদস্যর জুরি ট্রাম্পকে ২০১৬ সালের নির্বাচনে বেআইনিভাবে তার ব্যবসায়িক রেকর্ড জালিয়াতি করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ব্যবসায়িক রেকর্ড জালিয়াতি করার ৩৪টি অভিযোগ গঠন করা হয় এবং জুরি তাকে ৩৪টি অভিযোগেই দোষী সাব্যস্ত করে।
৭৭ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়। এ অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন। তবে ব্যবসায়িক নথিপত্রে লেনদেনের তথ্য গোপন করা হয়েছিল।
রায় ঘোষণার পর আদালত কক্ষ থেকে বেরিয়ে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তাকে অপমান করা হয়েছে। বিচারকাজে কারচুপি হয়েছে। তিনি অন্যায় আচরণের শিকার। অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবেন তিনি।
আগামী ১১ জুলাই এ মামলায় সাবেক এই প্রেসিডেন্টের সাজা ঘোষণা করা হবে। সাধারণত এ ধরনের অপরাধের জন্য চার বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা দেওয়া হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পকে অর্থদণ্ড দেওয়ার সম্ভাবনাই বেশি। তবে রায়ের কারণে তার নির্বাচনী প্রচারে কোনো বাধা আসবে না বলেই ধারণা করা হচ্ছে।









