সেপ্টেম্বর নাগাদ শুরু হচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ছবি ‘দম’-এর শুটিং। এই ছবির কাজ শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, হবে মধ্যপ্রাচ্যের আরও তিন দেশে!
জানা গেছে, বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, জর্দান এবং কাজাকিস্তানের বিভিন্ন লোকেশন শুটিং হবে।
একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ‘দম’, যেখানে প্রথমবারের মতো একসঙ্গে সিনেমা করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। ক্যামেরার সামনে ও পেছনে এই দুই তারকার মেলবন্ধনে বড় চ্যালেঞ্জ নিয়ে প্রায় ১০ বছর পর নতুন ছবি বানাতে যাচ্ছেন রনি।
প্রথমে ২০২৩ সালের ডিসেম্বরে যখন ‘দম’ ঘোষণা আসে, তখন জানানো হয়েছিল এতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। কিছুদিন আগে জানানো হয়েছে এতে যুক্ত হয়েছেন ‘সুড়ঙ্গ’-খ্যাত অভিনেতা আফরান নিশো। যেটি ২০২৬ সালে আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
চঞ্চল-নিশোর সঙ্গে অভিনেত্রী কে থাকবেন সেটির খবর এখনও আসেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা রেদওয়ান রনি বলেন, আমরা কয়েকজনের কথা ভেবেছি। কিন্তু এখনও কাউকে চূড়ান্ত করিনি। নিশ্চিত হয়ে সবাইকে জানানো হবে।
‘দম’ প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, এটা এমন ছবি যা খুব চ্যালেঞ্জিং হবে। অনেক বছর পর কাজ করছি, তাই এটা আমার জন্য কঠিন স্ক্রিপ্ট, শুটিংও চ্যালেঞ্জিং হবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে চঞ্চল চৌধুরী এবং আফরান নিশো।
যৌথভাবে ‘দম’ প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। এটি নির্মাতা রেদওয়ান রনির তৃতীয় ছবির। ‘চোরাবালি’ দিয়ে প্রথম সিনেমাতেই জয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তারপর বানিয়েছিলেন ‘আইসক্রিম’।









