Advertisements
সেলিম ইমরান পেশায় একজন কুকুর প্রশিক্ষক। ছোট বেলা থেকেই কুকুর পোষেন। প্রথমে নিজের কুকুর প্রশিক্ষণ দিতেন। এখন অন্যের পোষা কুকুর প্রশিক্ষণ দিচ্ছেন এবং এটাকে পেশা হিসেবে নিয়েছেন। কুকুর প্রশিক্ষণ দিয়েই মাসে প্রায় ৫০-৬০ হাজার টাকা আয় করেন।






