ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নসহ দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মবিরতির (কমপ্লিট শাটডাউন) ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে এই কর্মসূচি ঘোষণা দেন তারা। সারাদেশের সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের চিকিৎসকরা এর আওতায় বলেও জানানো হয়। চিকিৎসকদের সাথে নার্সিং স্টাফরাও একাত্মতা ঘোষণা করেছেন।
এর আগে আজ রোববার সকাল থেকেই নিরাপত্তাহীনতায় জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসকরা।
গতকাল শনিবার নিউরো সার্জারি বিভাগে সড়ক দুর্ঘটনায় আহত রোগীর চিকিৎসা ও মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের মারধরের ঘটনায় চিকিৎসকরা নিরাপত্তা ও সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে বিচারের দাবিতে ২৪ ঘণ্টা সময় বেধে দেয়।









