কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সোয়াদুল ওমাম (৩৩) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ১৬ নভেম্বর সকালে উপজেলার ডুলাহাজারা পাগলিরবিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোয়াদুল ওমাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শাহাজান চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, কক্সবাজারগামী যাত্রীবাহী মাইক্রোবাস ও চট্টগ্রামগামী মিনি ট্রাকের সংঘর্ষে সোয়াদুল ওমাম নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।









