বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচার করার জন্য বাহিনী তৈরি করেছে। জামায়াত ইসলামী কি মধ্যযুগীয় পাদ্রিদের মতো জান্নাতের টিকিট বিক্রি করছে? এভাবে মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন।’
মঙ্গলবার (২৪ অক্টোবর) পবিত্র কোরআন অববমাননা ও মহানবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে ওলামা দলের প্রতিবাদ সভায় এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে, এমন প্রচারণা মানুষের সঙ্গে প্রতারণা। নিজেদের ক্ষোভের জোড়ে পিআর চাপিয়ে দিতে চাচ্ছে জামায়াত। জামায়াত পিআর, সংস্কার, গণভোট এমন নানামুখী বিতর্ক সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের ভোট নেয়ার জন্য জামায়াতে ইসলামী নানা কৌশল অবলম্বন করছে। যারা নভেম্বরে গণভোট চাইছে তাদের কোন মাস্টারপ্ল্যান আছে কিনা এমন প্রশ্ন আসছে।’
রাকসু নির্বাচন বিষয়ে রাকসুর সাবেক ভিপি রুহুল কবির রিজভী আরও বলেন, রাকসুর নির্বাচনের আগে শিবির আচরণবিধি লংঘন করছে।









