Advertisements
গত বুধবার উড়োজাহাজ দুর্ঘটনায় পাওয়া মরদেহের ডিএনএ বিশ্লেষণের পর ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে মৃত বলে নিশ্চিত করেছে রাশিয়া।
বিবিসি জানিয়েছে, তদন্ত কমিটি বলেছে, ওই সময় উড়োজাহাজে থাকা ১০ জনেরই পরিচয় পাওয়া গেছে।
গত ২৩ আগস্ট মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাওয়ার পথে ওয়াগনার প্রধান প্রিগোজিনকে বহনকারী একটি প্রাইভেট উড়োজাহাজ রাশিয়ার তিভর অঞ্চলে বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজে থাকা ১০ জন আরোহীই মারা যান।








