রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সন্দেহভাজনকে শনাক্তে জনসাধারণের সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কারেরও ঘোষণা দিয়েছে।
আজ (১৩ ডিসেম্বর) শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওসমান হাদির ওপর হামলাকারীদের শনাক্তে জনসাধারণের সহায়তার আহ্বান জানানো হয়।
শুক্রবার বিজয়নগরের বন্ধ কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আরোহী দুর্বৃত্তদের হামলায় ওসমান হাদি গুরুতর আহত হন।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পরপরই ডিএমপি পুলিশ হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে একজন সন্দেহভাজন ব্যক্তির ছবি সংগ্রহ করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে পলাতক।
ডিএমপি জানায়, প্রকাশিত ছবির ব্যক্তির পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে বা তাকে কোথাও দেখতে পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কারের ব্যবস্থাও করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এই বিষয়ে যোগাযোগের জন্য ডিএমপি দুটি নম্বর দিয়েছে;
- ডিবি (মতিঝিল): ০১৩২০-০৪০০৮০
- ওসি (পল্টন): ০১৩২০-০৪০১৩২
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে ডিএমপি আরও জানায়, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।









