রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে পরিদর্শনে এসে তিনি এই কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, গুলিস্তানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে অনেক হতাহত হয়েছে। তাদের উদ্ধার করে ফায়ারসার্ভিস ঢাকা মেডিকেলে নিয়ে এসেছে। এখানে পর্যাপ্ত ডাক্তার আছে। তারা চিকিৎসা করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিস্ফোরিত ভবনটি বাণিজ্যিক ভবন ছিলো। নিচতলায় বিভিন্ন সেনিটারি সামগ্রী ছিলো। পাশে ব্রাক ব্যাংক ছিলো। এছাড়া বিভিন্ন কমার্শিয়াল দোকান ছিলো।
বিস্ফোরণের ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত করে জানানো হবেও বলে জানান গোলাম ফারুক।
তিনি বলেন: আমাদের যারা এক্সপার্ট আছেন, তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দেখেছেন এটা কোনো নাশকতামূলক ঘটনা না। অনেক সময় নানা কারণে বিস্ফোরণ হয়, কখনো মিথেন গ্যাস, কখনো এসির গ্যাস। এটা গ্যাসজনিত কোনো বিস্ফোরণ হতে পারে। এরপরও তদন্ত করে দেখা যাবে যে এটা নাশকতা, নাকি দুর্ঘটনা।








