২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনে না খেলে আসর ছেড়ে যেতে হয়েছিল নোভাক জোকোভিচকে। কোভিডের টিকা না নেয়ায় অস্ট্রেলিয়ার হোটেলে আইসোলেশনে রাখা হয়েছিল সার্বিয়ান মহাতারকাকে। ঘটনার দুবছর পেরিয়ে তিনি দাবি করেছেন, খাবারে বিষাক্ত পদার্থ দেয়া হয়েছিল।
জোকোভিচ দাবি করেছেন, ‘সেসময় আমার কিছুটা শারীরিক সমস্যা হয়েছিল। সেময় আবিষ্কার করেছিলাম, মেলবোর্নের ওই হোটেলে থাকাকালীন আমাকে যে খাবার দেয়া হয়েছিল তাতে বিষক্রিয়া হচ্ছিল।’
‘সার্বিয়ায় ফিরে আসার পর কিছু বিষয় অনুসন্ধান করেছিলাম। বিষয়টি আগে কখনও প্রকাশ্যে আনিনি, তবে আবিষ্কার করেছিলাম যে আমার শরীরে ভারী ধাতুর মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেসময় শরীরে সীসা এবং পারদের উচ্চ ঘনত্ব পেয়েছিলাম।’
খাবার অস্বাস্থ্যকর ছিল কিনা এমন প্রশ্নে সার্বিয়ান মহাতারকা উত্তর, ‘এটাই একমাত্র সম্ভাবনা। এ বিষয়ে আর কোনো উত্তর দিতে চাই না। কারণ এখানে টেনিস খেলতে এসেছি এবং সেটাই উদ্দেশ্য। যদি আরও কিছু জানতে চান যে সম্পর্কে বলেছি, সবসময় আমাকে সেখানে উল্লেখ করতে পারেন।’
২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে না পারলেও পরের বছর আবার এসেছিলেন জোকোভিচ। সেবছর শিরোপা নিয়ে ফিরেছিলেন ৩৭ বর্ষী জোকার।









