মিয়ামি ওপেনের সেমিফাইনালে গ্রেগর দিমিত্রভের খেলা ছিল নোভাক জোকোভিচের বিপক্ষে। সেমিফাইনা দিমিত্রভকে হারিয়ে ফাইনালে উঠে জোকোভিচ। এ ম্যাচে জোকোভিচের খেলা দেখতে এসেছিলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। মেসির আগমণ রোমাঞ্চিত করেছে টেনিসের মহাতারকাকে।
জোকোভিচ ফাইনালে উঠার পর মেসি তার ক্লাবের জার্সি উপহার দিয়েছেন এ মহাতারকাকে। এরপর জোকোভিচ বলেছেন, ‘অবশ্যই মেসি আসায় আমি রোমাঞ্চিত, সে এবং তার পুরো পরিবার খেলা দেখতে এসেছিল। ম্যাচের পর আমি তার সাথে সাক্ষাৎ করেছি। তিনি লকার রুমে এসেছিলেন এবং আমরা কিছু পুরস্কার বিনিময় করেছি।’
‘তার ছেলেরা আমার খেলা দেখে রেটিং দিয়েছে এবং আমি দশের মধ্যে আট পেয়েছি। বিষয়টি বেশ ভালো। কিন্তু তারা বেশ গম্ভীরভাবে বলেছে, পরবর্তী ম্যাচে আমাকে দশে দশ পেতে হবে। তাই মেসির ছেলেদের থেকে আমি কিছুটা চাপ অনুভব করেছি।’
‘আমরা মজা করছিলাম, আর তার পুরো পরিবারের সাথে দেখা করে ভালো লেগেছে। আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ মুহুর্ত। কারণ তার আসা একটা ব্যাপার, কিন্তু তার পুরো পরিবার, বাচ্চা, স্ত্রী, একজন তরুণ বাবা হিসেবে নিয়ে আসার অর্থ কী জানি। যখন আপনি পুরো পরিবারকে নিয়ে আসেন তখন ব্যাপারটাই আলাদা।’









