ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে জয়ের পর সমর্থকদের আবদার মেটাতে তাদের কাছে গিয়ে অটোগ্রাফ স্বাক্ষর করছিলেন নোভাক জোকোভিচ। এ সময় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। দর্শক স্ট্যান্ড থেকে ছুঁড়ে মারা পানির বোতল তার মাথায় আঘাত করে। এ সময় বিশ্বের এক নম্বর টেনিস তারকা মাথায় হাত দিয়ে হাঁটু গেড়ে মাটিতে লুটিয়ে পড়েন।
জোকোভিচের মাথায় আঘাত পাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একজন ভক্ত অটোগ্রাফ নেয়ার জন্য স্ট্যান্ডে ঝুঁকে পড়েন। বোতলটি তার ব্যাগ থেকে পড়ে যায়। সার্বিয়ান তারকার মাথা কেটে কিছুটা রক্ত বের হলেও কিন্তু সেলাই লাগেনি বলে জানান ইতালিয়ান টেনিস ফেডারেশনের মুখপাত্র আলেসান্দ্রো কাতাপানো।
২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ীকে সাহায্যে এ সময় নিরাপত্তারক্ষীরা তৎপর হন। টুর্নামেন্টের আয়োজকরা জানিয়েছেন, ভিড়ের মধ্যে কারোর ব্যাগ থেকে শক্ত পানির বোতলটি পড়ে যাওয়াই দুর্ঘটনার কারণ।
Novak Djokovic was struck by a metal water bottle on Friday night as he signed autographs following his second-round win at the Italian Open.
🎥 @DelMartin0 pic.twitter.com/Sw5RALT9IX
— The Athletic (@TheAthletic) May 10, 2024
বিবৃতিতে জানানো হয়, ‘ঘটনাটি ইচ্ছাকৃত কাজ হিসেবে বিবেচিত হচ্ছে না। একটি দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। একটি ছেলে অটোগ্রাফ নেয়ার জন্য ডাকছিলেন এবং বোতলটি তার ব্যাগ থেকে পড়েছিল। নোভাক প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন এবং ইতিমধ্যেই হোটেলে ফিরে যাওয়ার জন্য রওনা হয়েছেন। তার অবস্থা উদ্বেগজনক নয়।’
শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে দেয়া পোস্টে শারীরিকভাবে ঠিকঠাক আছে বলে সবাইকে আশ্বস্ত করেন জোকোভিচ। লিখেছেন, ‘আমাকে নিয়ে উদ্বেগের কারণে দেয়া বার্তাগুলোর জন্য আপনাদের ধন্যবাদ। এটি একটি দুর্ঘটনা ছিল এবং আমি একটি বরফের প্যাক নিয়ে হোটেলে বিশ্রাম নিচ্ছি। রোববার আপনাদের সবার সাথে দেখা হবে।’
মাথায় আঘাত পাওয়ার আগে ফ্রান্সের কোরেন্টিন মাউতেতের বিপক্ষে ৬-৩ ও ৬-১ গেমে জয় পাব জোকোভিচ। পরের রাউন্ডে রোববার তিনি চিলির আলেজান্দ্রো তাবিলোর বিপক্ষে খেলতে নামবেন।









