প্যারিস অলিম্পিকে পঞ্চম দিনে টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সার্বিয়ার মহাতারকা নোভাক জোকোভিচ। দিনের প্রথম ম্যাচে তিনি হারিয়েছেন জার্মানির তারকা ডমিনিক কোয়েফারকে। কোয়ার্টারে তার প্রতিপক্ষ গ্রিসের স্টেফানো সিৎসিপাস।
শেষ ষোলোর লড়াইয়ে নেমে জোকোভিচ প্রতিপক্ষ কোয়েফারকে দাঁড়াতেই দেননি। সরাসরি ২-০ সেটে হারিয়ে দিয়েছেন। প্রথম সেটে ৭-৫ পয়েন্টে হারানোর পর দ্বিতীয় সেটে ৬-৩তে হারিয়ে ম্যাচ শেষ করেন।
দিনের অপর ম্যাচ খেলে কোয়ার্টারে উঠেছেন আরেক তারকা স্পেনের কার্লোস আলকারাজ। তিনি হারিয়েছেন রাশিয়ার রোমান সাফিউলিনকে। কোয়ার্টারে আলকারাজের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের টমি পল।
সম্প্রতি গ্র্যান্ড স্লাম জেতা দুর্দান্ত আলকারাজও প্রতিপক্ষকে সুযোগ দেননি। রাশান তারকাকে ২-০ সরাসরি সেটে হারিয়েছেন। প্রথম সেটে সাফিউলিনকে ৬-৪ হারানোর পর দ্বিতীয় সেটে ৬-২তে জেতেন আলকারাজ।









