অবেশেষে অলিম্পিক সোনা ধরা দিল নোভাক জোকোভিচের হাতে। পঞ্চমবারের চেষ্টায় অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন ২৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী তারকা।
রোববার প্যারিস অলিম্পিকে টেনিসে ছেলেদের একক ইভেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন স্পেনের কার্লোস আলকারাজের। দাপুটে পারফরম্যান্সে সার্বিয়ান কিংবদন্তি ৭-৬ (৩), ৭-৬ (২) গেমে চ্যাম্পিয়ন হয়েছেন।
পঞ্চম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গোল্ডেন স্লাম পূর্ণ করেছেন সার্বিয়ান তারকা। চারটি ভিন্ন গ্র্যান্ড স্লাম জয়ের পাশাপাশি অলিম্পিকে সোনা জয়কে ক্যারিয়ার গোল্ডেন স্লাম বলা হয়। জোকোভিচের আগে যা করতে পেরেছেন স্টেফি গ্রাফ, আন্দ্রে আগাসি, রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামস।
গতমাসে উইম্বলডন ও এর মাসখানেক আগে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হওয়া আলকারাজকে সন্তুষ্ট থাকতে হয়েছে রৌপ্য জিতে। ব্রোঞ্জ জিতেছেন ইতালির লরেঞ্জো মুসেত্তি।

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/08/momo-actors-equity-75x75.jpg)







