ভারতের উত্তরপ্রদেশের এক নারী ভাইকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছেন। পরে এই দানের বিষয়ে স্বামীকে জানালে তিনি স্ত্রী তিন তালাক দিয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় থানায় মামলা করেছেন স্ত্রী।
বৃহস্পতিবার ২১ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অসুস্থ ভাইকে কিডনি দান করায় স্বামীর এমন আচরণে অনেক বেশি হতাশ হয়েছেন ওই নারী।
প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের বাইরিয়াহি গ্রামের বসবাসরত ওই নারীর স্বামী সৌদি আরবে আছেন। ভাইকে কিডনি দেওয়ার পর হোয়াটসঅ্যাপে স্বামীকে জানান তিনি। জানার সাথে সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই তাকে মুসলিম নিয়ম অনুসারে তিন তালাক দেন।
স্বামীর এমন আচরণে হতাশ হন স্ত্রী। তিনি বলেন, এই মহৎ কাজটির জন্য আমি তার থেকে এমনটা আশা করিনি। তিনি আমার মানসিকতা ভেঙে দিয়েছেন।
মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায়। ২০১৯ সালে ভারতে তিন তালাক প্রথাকে বেআইনি এবং অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল।
মুসলিম নারী (বিবাহের অধিকার সুরক্ষা) আইনের অধীনে তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে। এর জন্য তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান করা হয়। সুপ্রিম কোর্ট বলছে, এই ধরনের মামলায় আগাম জামিন মঞ্জুর করতে কোন বাধা নেই। তবে এক্ষেত্রে গ্রেপ্তারের আগে অভিযোগকারী নারীর কথা শুনতে হবে পুরুষকে।







