ছেলেদের পর মেয়েদের ১০ মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ে স্বর্ণের হাসি চীনের। অলিম্পিকে এ ইভেন্টে চীনের এটি টানা সপ্তম স্বর্ণ। খেলার শুরু থেকে আধিপত্য বিস্তার করেছিলেন কোয়ান হংচান এবং চেন ইউক্সি। সেই অবস্থা ভাঙতে পারেননি কেউ, তারা জিতে নেন চীনের দলীয় সপ্তম স্বর্ণপদক।
ইউক্সি এবং হংচান পাঁচটি ডাইভিংয়ে মোট স্কোর করেছেন ৩৫৯.১০। এ ইভেন্টে রৌপ্য জিতেছে সাউথ কোরিয়া। জো জিন মি এবং কিম মি রে চীনের ধারেকাছে আসতে পারেননি। তারা স্কোর করেছেন ৩১৫.৯০।
ইভেন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছে গ্রেট ব্রিটেন। আন্দ্রেয়া স্পেনডোলিনি-সিরিয়েক্স এবং লোইস টলসন গ্রেট ব্রিটেনের হয়ে স্কোর করেন ৩০৪.৩৮, যা তাদের ব্রোঞ্জ এনে দেয়।









