প্যারিস অলিম্পিকে ১৩তম দিনে এসে ডাইভিংয়ে দ্বৈত ইভেন্টের মাধ্যমে প্রথম সোনা জিতেছে অস্ট্রিয়া। লারা ভাদলাউ এবং লুকাস মেহর প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন অস্ট্রিয়ানদের। এ নিয়ে দেশটির স্বর্ণসহ মোট পদক সংখ্যা দাঁড়াল ২টিতে।
অস্ট্রিয়ানদের দ্বৈত জুটি পদকের দৌড়ে ১০টি নৌকার মধ্যে সপ্তম হয়ে শেষ করেন। কিন্তু সবমিলিয়ে স্বর্ণ পদকের দৌড়ে সেটি ভাগ্য নির্ধারণ করে দেয়।
ইভেন্টে রৌপ্যপদক জিতেছে জাপান। ওকাদা কেইজু এবং ইয়োশিওকা মিহো পদক এনেছেন। সুইডেনের অ্যান্টন ডাহলবার্গ এবং লোভিসা কার্লসন ব্রোঞ্জ পদক জিতেছেন।









