বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত জেলা কমিটি বাতিলের দাবিতে মানিকগঞ্জ জেলা ছাত্র সমন্ময়কদের একাংশ ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মানরা এলাকায় মহাসড়ক অবরোধ করে সড়কে বসে পড়েন।
আজ (২৪ ফেব্রুয়ারি) সোমবার বেলা ১টা থেকে মহাসড়ক অবরোধ করে সড়কে অবস্থান করছেন মানিকগঞ্জ জেলা ছাত্র সমন্ময়কদের একাংশ।
এর আগে ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের সাথে বেঈমানি করে টাকা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার কমিটি গঠনের অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কমিটির একাংশ।









