অসহযোগ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে জনসাধারণকে ডামি নির্বাচনের ভোট প্রদানে নিরুৎসাহিত করার লক্ষ্যে আজ মঙ্গলবার ২৬ ডিসেম্বর সকালে টাঙ্গাইল বটতলা কাঁচা বাজারে জনসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ করেছে জেলা বিএনপি।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু ও সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক ও যুবদল নেতা সজলের নেতৃত্বে এ প্রচারপত্র বিতরণ করা হয়।
নেতৃবৃন্দ বলেন, এই তামাশার নির্বাচন বর্জন করতে হবে, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না।








