Advertisements
রংপুরে তীব্র শীতে কম্বল বিতরণের মাধ্যমে উষ্ণতা ছড়িয়েছে ট্রাই ফাউন্ডেশন। খড়কুটোর আগুন ছেড়ে শীত নিবারণের কম্বল পেয়ে খুশি নগরীর দুই শতাধিক ছিন্নমূল, ভাসমান, প্রতিবন্ধী, অস্বচ্ছল মানুষ। এই শীত দুর্যোগে ট্রাই ফাউন্ডেশনের মত বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতনরা।






