জাতীয় প্রেসক্লাব এর মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে গতকাল ৪ মে বাংলাদেশ সিমেন্ট শীট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয়েছে তীব্র তাপদাহে প্রাণীসম্পদ ক্ষতি প্রতিরোধ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে অতিরিক্ত তাপে পোল্ট্রি এবং ডেইরি খামারে শেড হিসেবে সিমেন্ট শীট এর কার্যকারিতা এবং চলমান তাপদাহে পোল্ট্রি ও ডেইরি খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং এর থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়।
সিমেন্ট শীট এর ৬ স্তরের কারণে গরমে শেডের ভিতরে ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে যার ফলে গরমজনিত কারণে মুরগির এবং গবাদি পশুর হিট স্ট্রোক নিয়ন্ত্রণে থাকে। এতে মৃত্যু ঝুঁকি হ্রাস পায় এবং উৎপাদন বৃদ্ধি পায়।
আলোচনা সভায় বিশেষজ্ঞগণ খামার ব্যবস্থাপনায় শেডে তাপমাত্রা নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন এবং চলমান দাবদাহে খামারিদের বিভিন্ন করণীয় বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিমেন্ট শীট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট ড. মুসাদ্দিক হোসেন, এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ড. নাথুরাম সরকার, নির্বাহী পরিচালক, কৃষি গবেষণা ফাউন্ডেশন, অধ্যাপক আনোয়ারুল হক বেগ, শেরে-বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়, খন্দকার মো. মহসিন, মহাসচিব, বাংলাদেশ পোল্ট্রি ফার্মারস অ্যাসোসিয়েশন, এ. কে ফজলুল হক, ভারপ্রাপ্ত মহাসচিব, বাংলাদেশ খামার রক্ষা জাতীয় কমিটি, ড. রফিকুল হাসান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, সাভার, এবং ড. মো. মোস্তফা কামাল, পরিচালক, প্রাণীসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা।









