সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত না হয়েও পোস্টাল ব্যালটের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। এ উপলক্ষ্যে কানাডার ক্যালগেরি’র বাংলাদেশ সেন্টারে “পোস্টাল ব্যালটে নতুন দিগন্ত, প্রবাসীদের ইতিবাচক বার্তা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল “প্রবাস বাংলা ভয়েস” এর আয়োজনে প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুলের সঞ্চালনায় আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান।
আলোচনায় উপস্থিত ছিলেন ড. মো. আব্দুল বাতেন, ইকবাল রহমান, আলমগীর দারাইন, মো. রশিদ রিপন, আসিফ হোসেন, মেহেদী হাসান রনি, সুলতান তাইপুর, সুবর্না খন্দকার, রেহানা বেগম, মোহাম্মদ নাইম আহমেদ, ড. দেলোয়ার হোসেন, সোহেল মাহবুবুল করিম, একতা দারাইন করিম, আশিক হক এবং জাভেদ ইকবালসহ অন্যরা।
বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে সূচিত হতে যাচ্ছে এক নতুন মাইলফলক। দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার পর, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পেয়ে আমরা উচ্ছসিত।
নির্বাচন কমিশনের এই যুগান্তকারী সিদ্ধান্তের প্রশংসা করে প্রবাসীরা বলেন, স্বাধীনতার পর প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। এতদিন রেমিট্যান্স প্রেরণ করে আর্থিক খাতকে শক্তিশালী করেছি, এবার ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, ফলে দেশে আমাদের অংশীদারিত্ব বাড়বে বলে আমরা মনে করি।
তারা বলেন, পোস্টাল ভোটিং কার্যকরভাবে বাস্তবায়িত হলে গণতান্ত্রিক অংশগ্রহণে ও নতুন অধ্যায়ের সূচনা হবে।









