সৌদি আরবের লোহিত সাগর তীরের বন্দর ও শিল্প নগরীর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা।
জেদ্দার স্থানীয় একটি হোটেলে বি.এফ ইন্টারন্যাশনাল এর আয়োজনে সভার সভাপতিত্ব করেন ফরহাদ আবদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর, (শ্রম ও কল্যাণ) মোহাম্মদ আরিফুজ্জামান।
এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসমাইল শরীফ, বাহার উদ্দিন তৌহিদ, টিপু, রাজু ও মোস্তফাসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা। শেষে অতিথিদের ইফতার ও নৈশ ভোজের আয়োজন করা হয়। সভায় বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।









