বছরের পর বছর জনবল সঙ্কটে ভুগছে সাতক্ষীরার পরিবার পরিকল্পনা অধিদপ্তর। অ্যানেস্থেশিয়ানের অভাবে এক বছরেরও বেশি সময় ধরে শহরের একমাত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সিজারিয়ান বন্ধ রয়েছে। এতে গর্ভবতী নারীরা প্রায়ই স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন।
সাতক্ষীরা শহরের মুনজিতপুরে গর্ভবতী নারীদের চিকিৎসার নিরাপদ স্থান মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এটি শিশুদের টিকাদানসহ গর্ভবতী নারীদের নানা পরীক্ষা থেকে শুরু করে স্বাভাবিক ও অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের জন্য পরিচিত স্থান।
তবে ২০২২ সালের শুরুতে অ্যানেস্থাশিয়ার চিকিৎসক ডাক্তার মুজিবর রহমান অবসরে যাওয়ার পর থেকে সেখানে সিজারিয়ান বন্ধ রয়েছে। জেলার ৭ ও উপজেলার ৬ কর্মকর্তা এবং ১৩ মেডিকেল অফিসারের ৯টি ও ৯৬টি এফডব্লিউভি পদের বিপরীতে এখন ৩৬টি পদ শূন্য।