‘মোখা’ ঘূর্ণিঝড়ের জন্য ৮০ ভাগ পরিপক্ক ধান কেটে নেয়ার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত মঙ্গলবার ৯ মে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়।
আগামী ১২ এবং ১৩ মে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানতে পারে। এর ফলে নষ্ট হতে পারে এসব অঞ্চলের ফসল। আর তাই ফসলের ক্ষতি এড়াতে পাকা ধান, আম ও অন্যান্য ফসল দ্রুত সংগ্রহ করার পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
ঘূর্ণিঝড়ের সতর্কতা সম্পর্কে কৃষকদের অবহিত করতে মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।








