মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’ তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। ১৪ তম পর্বে এসে গল্পে টান টান উত্তেজনা তৈরি করেছে, যা দর্শকদের পরবর্তী পর্ব দেখার জন্য মুখিয়ে রেখেছে। এদিকে, নির্মাতা বললেন, অবশ্যই সামনের পর্বগুলো আরও জমে উঠবে।
পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সিরিয়াল নির্মাণের ভাগ্যটা বরাবরই অনুকূলে থাকে। অতীতে তার নির্মিত মাইক, গ্র্যাজুয়েট, ফ্যামিলি ক্রাইসিস সিরিয়ালগুলো তুমুলভাবে জনপ্রিয় ছিল। পাশাপাশি সিরিয়ালগুলোতে অভিনয় করা চরিত্রগুলোও মানুষের কাছে পরিচিত।
‘এটা আমাদেরই গল্প’র দর্শক সাড়া প্রসঙ্গে রাজ শুরুতেই বললেন, এতো মানুষ যখন আমাদের কাজটা দেখছে, তখন অনুভূতিটা এক কথায় বলে বোঝানো কঠিন। ভেতরে একদিকে ভীষণ আনন্দ অনুভব হচ্ছে। সেইসঙ্গে দর্শকদের প্রতি কৃতজ্ঞতাবোধ তীব্রভাবে কাজ করছে।
যোগ করে রাজ বলেন, মানুষ আমাদের গল্পের সঙ্গে কানেক্ট করছে, চরিত্রগুলোকে আপন করে নিচ্ছে, এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া।
শুরুর দিকের কিছুটা আশঙ্কার কথা জানিয়ে রাজ বলেন, সত্যি বলতে একটা স্বাভাবিক ভয়ও ছিল। এতো বড় একটা সিরিজ মানুষ গ্রহণ করবে তো! আমাদের কাছে প্রতি দর্শকদের প্রত্যাশার জায়গাটা ধরে রাখতে পারবো তো? এই দুশ্চিন্তাগুলো থাকেই! কিন্তু দর্শকদের ভালোবাসা আর ইতিবাচক ফিডব্যাক সেই ভয়গুলো অনেকটাই কাটিয়ে উঠতে সাহায্য করছে। সব মিলিয়ে এটা দায়িত্বের সঙ্গে সঙ্গে একটা বিশাল অনুপ্রেরণাও।
‘এটা আমাদেরই গল্প’ ৫২ পর্ব পর্যন্ত প্রচারের পরিকল্পনা নির্মাতা রাজের। তিনি বলেন, নিশ্চয়ই সামনে আরও জমবে। গল্পটা ধীরে ধীরে এমন জায়গায় যাবে, যেখানে আবেগ, টানাপোড়েন আর চমক, সবকিছুই আরও গভীর হবে। মানুষের প্রত্যাশা যে বাড়ছে, সেটা খুব সিরিয়াসলি নিচ্ছি। এই প্রত্যাশাই আমাদের আরও দায়িত্বশীল করছে, ভালো কিছু দেওয়ার অনুপ্রেরণা দিচ্ছে। দর্শকরা যেন প্রতিটা পর্বে নতুন কিছু পান, সেটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য।
সিরিয়ালটি গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি দেখা যাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’।









