গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় প্রখ্যাত পরিচালক প্রভাত রায়। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। জানা গেছে, বেশ কিছু দিন ধরেই কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন পরিচালক। ডায়ালিসিস চলছিল তার। কয়েক দিন আগে বাড়ি ফিরেছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
জানা গেছে, বুধবার (১৪ মে) রাতে জটিল অস্ত্রোপচার হয়েছে পরিচালকের। আগের চেয়ে কিছুটা ভাল আছেন৷ কিন্তু বিপদ পুরোপুরি কাটেনি, চিকিৎসকের তরফে এমনটাই জানানো হয়েছে।
পরিচালকের শারীরিক অবস্থা প্রসঙ্গে আনন্দবাজার ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালকের মেয়ে একতা বলেন, “২ দিনের জন্য হায়দরাবাদে যেতে হয়েছিল। আমার স্বামী কর্মসূত্রে ওখানেই থাকেন। বাবিই (প্রভাত) জোর করে পাঠিয়েছিলেন। আমি ফোনে যোগাযোগ রাখছিলাম। রাতে কী মনে হয়েছিল তাই ভিডিও কল করেছিলাম। তখনই দেখি চোখের নীচটা ফুলেছে। পরিস্থিতি ঠিক মনে হয়নি।”
তৎক্ষণাৎ প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করেন একতা। রক্তচাপও কিছুটা বেড়েছিল বলে জানিয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন পামক্যাথে সংক্রমণ৷ অস্ত্রোপচারও হয়েছে। সংক্রমণ কমানোই এখন মূল লক্ষ্য তাদের৷









