চলে গেলেন হুমায়ূন আহমেদ রচিত নব্বই দশকের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘আজ রবিবার’ এর নির্মাতা মনির হোসেন জীবন। বুধবার দিবাগত রাত ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মনির হোসেনের মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু।
জানা যায়, ব্রেইন স্ট্রোক করেছিলেন মনির হোসেন জীবন। পরে তাকে নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জীবন।
লাভলু জানান, জীবনের মরদেহ আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রাখা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানেই অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা।
জীবনের দাফন নিয়ে নির্মাতা জানান, যতদূর জেনেছি জীবনের মরদেহ নিয়ে তার গ্রামের বাড়ি নরসিংদীতে রওনা দিয়েছে পরিবার। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জীবনকে।
সহকারি পরিচালক হিসেবে বহু জনের সাথে কাজ করলেও হুমায়ুন আহমেদের লেখা ‘আজ রবিবার’ নাটক দিয়েই পূর্ণ পরিচালক হিসেবে পা রাখেন মনির হোসেন জীবন। প্রথম নাটকেই তুমুল জনপ্রিয়তা এনে দেয়। পরে আরো অসংখ্য নাটক পরিচালনা করেন জীবন।









