ছোট পর্দার দর্শকপ্রিয় পরিচালক মাহমুদ দিদার। সম্প্রতি মুক্তি প্রাপ্ত আলোচিত সিনেমা ‘বিউটি সার্কাস’ এর মাধ্যমে বড় পর্দায়ও অভিষিক্ত হয়েছেন তিনি।
আসছে বৃহস্পতিবার কলকাতায় সিনেমা বিষয়ক একটি কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ‘ঘুমঘর’ এর এই নির্মাতা।
মাহমুদ দিদার জানিয়েছেন, কলকাতার বিখ্যাত ফিউচার ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট এর ফিল্ম ক্লাব এস্ত্রেলা প্রোডাকশন এর সিনেমা নির্মাণ বিষয়ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন তিনি। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই কর্মশালা।
কলকাতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া চলচ্চিত্র প্রেমিদের ক্লাব ‘এস্ত্রেলা প্রোডাকশন’। বাংলাদেশের সাথে এটি তাদের দ্বিতীয় কোলাবোরেশান।
কলকাতার এই ক্লাবটির সদস্য অরুনীত দত্ত জানান, ‘বিউটি সার্কাস’ সিনেমা ইতোমধ্যে বাংলাদেশ সহ দেশ বিদেশে সাড়া ফেলেছে। এই সাড়া আমাদের এপারে এসেও লেগেছে। মাহমুদ দিদারের মতো একজন নির্মাতাকে পেয়ে আমরা আপ্লুত, আশা করি তার কাছ থেকে পাওয়া পরামর্শ এবং নির্দেশনা আমাদের একজন ভালো নির্মাতা হয়ে উঠার পেছনে বড় ভূমিকা রাখবে।
কর্মশালায় অংশ নিতে আগ্রহীদের করতে হবে রেজিস্ট্রেশন। তার জন্য আছে একটি ফর্ম।







