ফরাসি অভিনেত্রী আদেল হেনেলকে যৌন নিপীড়নের দায়ে নির্মাতা ক্রিস্টোফ রুজিয়াকে দোষী সাব্যস্ত করেছে আদালত। সোমবার প্যারিসের একটি আদালত নির্মাতা রুজিয়াকে চার বছরের সাজা ঘোষণা করে।
ফরাসি সিনেমায় #মিটু আন্দোলনের প্রথম বড় অভিযোগগুলোর অন্যতম এটি। যদিও রুজিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
চার বছরের সাজা দিলেও রুজিয়াকে জেলে যেতে হবে না। যার মধ্যে দুই বছর শাস্তি মওকুফ করেছে আদালত, বাকি দুই বছর দোষী নির্মাতাকে ‘ইলেকট্রনিক ব্রেসলেট’ পরতে নির্দেশ দেয়া হয়েছে।
রুজিয়ার আইনজীবী ফানি কলিন সাংবাদিকদের জানান যে তার মক্কেল নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তিনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
২০০১ সালে ‘দ্য ডেভিলস’ ছবির শুটিংয়ের সময় নির্মাতা রুজিয়ার দ্বারা যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন আদেল গেনেল। তখন তার বয়স ছিল মাত্র ১২ বছর। আদেল শিশুশিল্পী থাকা অবস্থায় রুজিয়ার বয়স ছিল ৩৬।
২০১৯ সালে হেনেল প্রথমবারের মতো রুজিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তোলেন। যেখানে তিনি জানান যে রুজিয়া তাকে তার পরিবার ও সহকর্মীদের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন এবং তার ও সহ-অভিনেতা ভিনসেন্ট রোটিয়ার্সকে মানসিকভাবে কষ্টকর ও অস্বস্তিকর দৃশ্য চিত্রায়নে বাধ্য করেছিলেন।
যুক্তরাষ্ট্রের তুলনায় ফ্রান্সে #মিটু আন্দোলন কম প্রভাব ফেলেছে। তবে হেনেল এই আন্দোলনে ফ্রান্সের হয়ে অন্যতম গুরুত্বপূর্ণ মুখপাত্রের ভূমিকা পালন করেন। নিপীড়নের সময়ের অবস্থা তুলে ধরে তিনি তদন্তকারীদের জানান যে, রুজিয়ার এমন নির্যাতনের কারণে তার পড়াশোনায় ব্যাঘাত ঘটে এবং এমনকি কিশোরী বয়সে তিনি আত্মহত্যার চিন্তায়ও ভুগতেন।
আদেল হেনেল ২০২৩ সালে ফরাসি চলচ্চিত্র জগত ছাড়ার ঘোষণা দেন, কারণ তিনি মনে করেন যে এই শিল্প যৌন নিপীড়কদের বিরুদ্ধে যথেষ্ট কঠোর ব্যবস্থা নিচ্ছে না। সোমবার এ নিয়ে আদালতের রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আদেল। –হলিউড রিপোর্টার









