হত্যা মামলায় সাবেক পররাষ্ট্র, শিক্ষা, ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির ৪ দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ২০ আগস্ট মোহাম্মদপুর থানার হত্যা মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্যে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দীপু মনির ৪ ও আরিফ খান জয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে তাদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে জুতা, স্যান্ডেল ও ডিম ছুড়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা।
এর আগে, সোমবার ১৯ আগস্ট রাতে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে রাজধানীর গুলশানের বারিধারা ডিওএইচএস এলাকা থেকে আটক করে ডিবি গুলশান বিভাগের একটি দল। অন্যদিকে, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।









