ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মাকে ডেপুটি সুপারেনটেনডেন্ট অব পুলিশ নিয়োগ করেছে উত্তর প্রদেশ সরকার। প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এশিয়ান গেমসের পুরস্কার হিসেবে তাকে এ সম্মানে ভূষিত করেন এবং তিন কোটি নগদ অর্থ দেন।
দীপ্তি শর্মা গতবছর চীনে এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। সেবছর বার্মিংহামে কমনওয়েলথ গেমসের ফাইনালে অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে হেরে রৌপ্য পদক জেতেন। গত ডিসেম্বরে দুর্দান্ত পারফরম্যান্স করে মাসসেরার ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারও জেতেন। আইসিসির সবশেষ হালনাগাদে টি-টুয়েন্টির দ্বিতীয় সেরা বোলার এখন তিনি।
পুরস্কারের পর ভারতীয় সংবাদমাধ্যমে দীপ্তি শর্মা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সারাদেশে মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
২৬ বর্ষী অলরাউন্ডার দীপ্তির আন্তর্জাতিক অভিষেক ২০১৪ সালে। এরপর থেকে ভারত দলের নিয়মিত মুখ তিনি। টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি মিলিয়ে ১৯৪ ম্যাচে ২২৯ উইকেট নিয়েছেন। তিন সংস্করণ মিলিয়ে তার রানসংখ্যা ৩,৩১৪ রান।







