নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে দিনাজপুর শহর থেকে ৩১ জামাতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ জানুয়ারি) সকাল ৯ শহরের বাহাদুর বাজার ও জিলা স্কুলের সামনে থেকে পৃথকভাবে তাদের আটক করা হয়।
এরমধ্যে একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতের অভিযুক্ত চিরিরবন্দর উপজেলার রানীবন্দর এলাকার জামায়াতের নেতা মকবুল মুন্সিও রয়েছেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতা প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠানো হবে।







