ক্যারিয়ারে জায়েদের বৃহস্পতি এখন তুঙ্গে! সিনেমা না করলেও স্টেজ শো দিয়েই রীতিমত দেশ-বিদেশ মাতাচ্ছেন এই চিত্রতারকা! প্রায় প্রতিমাসে বিদেশ ট্যুর দিচ্ছেন। এমাসে অস্ট্রেলিয়া তো পরের মাসে যুক্তরাজ্য! তিনি যেখানে যান, দর্শকদের মাতিয়ে রাখেন। এ কারণে বিদেশের স্টেজ শোগুলোতে জায়েদের বিশেষ কদর!
ঈদের পর এই নায়ক উড়াল দিলেন দুবাইয়ে। যেখানে ইতিমধ্যে দর্শক মাতিয়েছেন জায়েদ। একাধিক শো’তেও দেখা গেছে তাকে। এরইমধ্যে সদ্য দুবাইয়ের সাগর পাড়ে ডিগবাজি দিয়েও আলোচনায় সোনার চর ছবির এই নায়ক।
গ্ল্যামআর্টস– এর এক পেজে পোস্ট করা ভিডিওতে জায়েদকে সাগর পাড়ে ডিগবাজি দিতে দেখা যায়। এসময় কোমরেও ব্যথা পান তিনি! যদিও এটা যে কোনো বিজ্ঞাপনী প্রচার, সেটা বুঝতে বাকি থাকে না!
কারণ, কোমরে হাত বুলাতে বুলাতেই এই নায়ককে বলতে শোনা যায়, ‘ভেরি এক্সাইটেড ওয়ার্ক ইজ কামিং’। এসময় এই পেজের সাথে দর্শককে যুক্ত থাকার আহ্বানও জানান জায়েদ।
জায়েদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, খুব শিগগির দারুণ একটি কাজ নিয়ে আসছেন জায়েদ। যেখানে তার সাথে দেখা যাবে বলিউডের এই নায়িকাকে! তবে সেই কাজটি কী, কোনো পণ্যের বিজ্ঞাপন, নাকি স্টেজ শো; তা বলতে রাজি হয়নি সূত্রটি!
এরআগে চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে জায়েদ জানিয়েছিলেন, ঈদের পর দুবাইয়ের শো থেকে ফিরে জুলাইয়ের প্রথম সপ্তাহে কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেজ শোতে পারফর্ম করতে যাবেন তিনি। সেই শোগুলোতে তার সঙ্গে যাওয়ার কথা নুসরাত ফারিয়ার! তবে তার আগেই যে নতুন ধামাকা নিয়ে আসছেন, সেটা স্পষ্ট!









