শনিবার (১১ জানুয়ারি) শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। ৯ দিনব্যাপী এই উৎসব ১১ জানুয়ারি শুরু হয়ে চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এই ৯ দিনে ১০টি বিভাগে বিশ্বের ৭৫টি দেশের মোট ২২০টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শীত হবে। এসব চলচ্চিত্রের ভেতর বাংলাদেশের মোট ৪৪টি চলচ্চিত্র দেখানো হবে।
এমন তথ্যই জানিয়েছেন ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’- এর পরিচালক আহমেদ মুজতবা জামাল।
উৎসবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদের সভাপতিত্বে শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারপার্সন কিশওয়ার কামাল, এশিয়ান কম্পিটিশন সেকশনের জুরি বোর্ডের সদস্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন, উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ, উৎসব কমিটির সদস্য সাংবাদিক রফিকুজ্জামান, মাস্টারক্লাস কো-অর্ডিনেটর, ফেস্টিভ্যাল মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু এবং উইমেন ইন সিনেমা কনফারেন্সের কনফারেন্স ডিরেক্টর সাদিয়া খালিদ রিতি।
সংবাদ সম্মেলনের প্রায় পুরোটা জুড়েই আসন্ন উৎসবের ‘বাজেট সংকট’ নিয়ে কথা বলেছেন আয়োজকরা। এর প্রভাব কি উৎসবে পড়বে? স্বভাবতই এমন প্রশ্নেরও সম্মুখিন হন আয়োজকরা। সেই সাথে বিগত কয়েকটি উৎসবে দেখা গেছে পার্শ্ববর্তী দেশ ভারতের বহু তারকা মুখকে- রাজনৈতিক পটপরিবর্তনে এবার কি তাদের উপস্থিতি দেখা যাবে?

এসব প্রশ্নের উত্তরে মাস্টারক্লাস কো-অর্ডিনেটর, ফেস্টিভ্যাল মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু বলেন, কোনো কিছুই রাজনীতির উর্ধ্বে নয়। তবে এসবের বাইরে গিয়ে আমরা বলতে চাই, এই উৎসবে এবার ভারতের ৬টি সিনেমা দেখানো হবে। এরমধ্যে ‘পদাতিক’-এর মতো সিনেমাও কিন্তু আছে।
এসময় বিদেশি ডেলিগেশন নিয়ে তিনি বলেন, এবারের আয়োজনের শুরু থেকেই আপনারা শুনছেন যে, উৎসবে অর্থের যোগান বা বাজেট খুবই কম ছিলো। সে কারণে এবার ডেলিগেশন কমিয়ে আনা হয়েছে। প্রতিবার শতাধিক বিদেশি ডেলিগেশন থাকে, কিন্তু এবার বড়জোর ৪০ থেকে ৫০টি ডেলিগেশন থাকছে।
আয়োজকরা জানান, চীনা ছবি ‘মুন ম্যান’ দিয়ে পর্দা উঠবে উৎসবের, ১৯ জানুয়ারি বাংলাদেশি ছবি ‘বলী’ নিয়ে পর্দা নামবে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।









