প্রকাশ্যে এসেছে ‘বরবাদ’ সিনেমার প্রথম গান দ্বিধা! প্রেমে পড়ায় অনুভূতিতে রোমান্টিক ধাঁচের এ গানে নজর কেড়েছে শাকিব খান ও ইধিকা পালের রোমান্স!
ইনামুল তাহসীনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও মিউজিকে গানটি শুক্রবার সন্ধ্যায় রিয়েল এনার্জি প্রডাকশনের ইউটিউব ও গায়ক প্রীতমের ইউটিউবে উন্মুক্ত হয়।
সঙ্গে সঙ্গে দর্শকরা হুমড়ি খেয়ে গানটি উপভোগ করতে থাকেন। তারা বলছেন, চলতি বছরের সেরা গান হতে পারে এটি! বিশেষ করে গানে শাকিবের লুক দেখে ক্রাশ খাওয়ার কথা লিখেছেন সিনেপ্রেমীরা।
কেউ বলছে, দিনদিন যেন শাকিবের বয়স কমে যাচ্ছে। সেইসঙ্গে গানের শাকিবের লুক দেখে অনেকেই বলছেন, বলিউডের নায়কদের চেয়েও তাকে সুদর্শন লাগছে!
এদিকে গান প্রকাশের আঠারো ঘণ্টার মধ্যে প্রীতমের ইউটিউব চ্যানেলে দেখা হয়েছে ১ মিলিয়ন! শুধু তাই নয়, সংগীত বিভাগে দেশে এই মুহূর্তে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষেও জায়গা করে নিয়েছে গানটি!
‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। শাহরিন আক্তার সুমির প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু।
কিছুদিন আগের ‘বরবাদ’টিজার প্রকাশিত হয়েছে, যা দেখে প্রশংসা করেছেন সাধারণ দর্শক। সবমিলিয়ে বলা যায়, প্রতিবারের মত ঈদেও বরবাদ দিয়ে বাজিমাৎ করতে যাচ্ছেন মেগাস্টার শাকিব খান।










