তামিল সুপারস্টার সুরিয়াকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। প্রতি ছবিতে তিনি পারিশ্রমিক নেন ২০-২৫ কোটি রূপি। তবে সিনেমায় ক্যারিয়ার শুরুর আগের সময়টা এত সহজ ছিল না অভিনেতার।
তামিল অভিনেতা শিবাকুমারের ছেলে সুরিয়া। তারকার সন্তান হলেও সিনেমায় অভিনয় করার ইচ্ছে ছিল না অভিনেতার। ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দু’-তে দেয়া সাক্ষাৎকারে সুরিয়া জানান, অভিনয়ে আসার আগে তিনি এক গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন। অভিনেতা বলেন, ‘আমার প্রথম মাসের বেতন ছিল ৭৩৬ রূপি। প্রতিদিন ১৮ ঘণ্টা করে কাজ করে এই অর্থ উপার্জন করেছিলাম।’
ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও তার বর্তমান অবস্থান অর্জন করতে অনেক পরিশ্রম করতে হয়েছে অভিনেতাকে। মণি রত্নমের ১৯৯৭ সালের ছবি ‘নেরুক্কু নের’ ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক হয় সুরিয়ার। দুই দশকে ৫০টির বেশি সিনেমা করে বর্তমান অবস্থানে এসেছেন তিনি।
সম্প্রতি ‘সুরারাই পত্তরু’ ছবির জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন সুরিয়া। শনিবার সপরিবারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের অনুষ্ঠানে অংশ নিয়েছেন অভিনেতা।







