বিশ্বজয়ী আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়ার ক্লাব যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালের মাধ্যমে। দীর্ঘ ২০ বছর পর আবারও ঘরে ফিরছেন ৩৭ বর্ষী বিশ্বকাপজয়ী তারকা। ডি মারিয়া আনুষ্ঠানিকভাবে ক্লাবটিতে ফিরছেন, জানিয়েছে কর্তৃপক্ষ।
ডি মারিয়ার চলে যাওয়া নিয়ে পর্তুগালের ক্লাব বেনফিকা লিখেছে, ‘বেনফিকা জানাচ্ছে ডি মারিয়া বেনফিকার হয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলবেন। তারপর দলবদলের সময় তার শৈশবের ক্লাব অ্যাটলেটিক রোজারিও সেন্ট্রালে ফিরে যাবেন।’
‘প্রথম ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ ডি মারিয়া এবং স্পোর্টস লিসবোয়া ই বেনফিকা উভয়ের জন্যই একটি বিশেষ এবং প্রতীকী মুহূর্ত। এটি খেলোয়াড় এবং ক্লাবের মধ্যে একটি অসাধারণ ও উল্লেখযোগ্য যাত্রার সমাপ্তি চিহ্নিত করে।’
রোজারিওতে ফেরার বিষয়টি ডি মারিয়াও নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেরা নিয়ে করা পোস্ট শেয়ার করেছেন তিনি। সেখানে তারকা উইঙ্গারকে নিয়ে ক্লাবটি লিখেছে, ‘আমাদের গল্প লেখার জন্য এখনও অনেক পৃষ্ঠা বাকি আছে।’
গত বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছেন ডি মারিয়া। ২০০৫ সালে রোসারিও সেন্ট্রালের হয়ে ক্লাব ক্যারিয়ারের যাত্রা শুরু করেছিলেন এ তারকা ফুটবলার। এরপর ২০০৭ সালে বেনফিকায় যোগ দেন। সেখান থেকে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেইন্ট জার্মেইন এবং আবারও বেনফিকায় ফেরার আগে জুভেন্টাসে খেলেছেন।








