সম্প্রতি সারা বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। কিন্তু এত ধনী হওয়া সত্ত্বেও কেন তাকে পানমশলার বিজ্ঞাপন করতে হয়? এ নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী।
সম্প্রতি শাহরুখ খানের সম্পত্তি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন ধ্রুব রাঠী। সেখানে তিনি জানান, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে শাহরুখ বর্তমানে ১.৪ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৪০০ কোটি টাকা। এই বিপুল অর্থের পরিমাণ যে সহজে কল্পনা করাও কঠিন, সে বিষয়েও ইঙ্গিত দেন তিনি।
ধ্রুব রাঠী তার ভিডিওতে জানান, এই পরিমাণ অর্থ ব্যাংকে রাখলে প্রতি বছর শাহরুখ খান কী পরিমাণ সুদ পেতে পারেন এবং বছরে তার সম্ভাব্য খরচ কত হতে পারে তারও একটি তুলনামূলক ধারণা দেন। এরপরেই মূল প্রশ্নটি সরাসরি ছুড়ে দেন বলিউড বাদশার দিকে।
তিনি জানান, সত্যিই কি আরও ১০০ বা ২০০ কোটি টাকার এত প্রয়োজন শাহরুখের? তার কথায়, ‘সত্যিই আপনার এত টাকার দরকার? নিজের মনের মধ্যে ঢুকে নিজেকেই প্রশ্ন করুন আপনি এত টাকা দিয়ে কী করবেন?’
ধ্রুবর ভাষ্যে, ‘শাহরুখ খানের কাছে আমার একটাই প্রশ্ন, এই পরিমাণ অর্থ কি যথেষ্ট নয়? যদি এই বিপুল অর্থই যথেষ্ট হয়ে থাকে, তবে পানমশলার মতো এত ক্ষতিকর একটি পণ্যের বিজ্ঞাপন করার কী এমন প্রয়োজন?’ –মিন্ট ডটকম








