গত মৌসুমেই আলোচনা ছিল, মৌসুমের পর আইপিএল থেকে অবসরে যাবেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবারও একই আলোচনা শুরু হয়েছে। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি অবশ্য ধোনিকে নিয়ে আশাবাদী। মনে করছেন, অন্তত আরও ‘দুবছর’ খেলা চালিয়ে যাবেন ধোনি।
হাসি ৪২ বর্ষী ধোনির দুর্দান্ত ফর্ম, অনুশীলনে আত্মমগ্নতা এবং অস্ত্রোপচারের কথা টেনে বলেছেন, ‘আপনাদের ধারণা আমার ধারণার মতোই ভালো। সে তার কার্ডগুলো বুকের খুব কাছে রাখে। আমরা আশা করি সে এগুলো এভাবেই রাখবে।’
‘সে এখনও ভালো ব্যাটিং করছে। ভালো প্রস্তুতি নেয়, খুব ভোরে ক্যাম্পে যায় এবং অনেক বল খেলে। পুরো মৌসুমে ভালো ফর্মে আছে। মনে করি তার শরীরের দিকটা ঠিক রাখতে হবে। গতবছর হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছিল। আসরের শুরু থেকে সেটা মানিয়ে নিতে চেষ্টা করছে।’
অস্ট্রেলিয়ান সাবেক ব্যাটার বলেছেন, ‘আমার ব্যক্তিগত মতামত, সে আরও দুই বছর খেলা চালিয়ে যাবে। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। সেটা নির্ধারণের একমাত্র ক্ষমতা তার। সে কিছুটা নাটকীয়তা পছন্দ করে। সুতরাং, আমরা এখনই তার এমন ঘোষণার আশা করছি না।’









