এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি বিরোধী আচরণবিধি লঙ্ঘন করে ছয় বছর নিষিদ্ধ হয়েছেন টি-১০ ক্রিকেট লিগের সাবেক সহকারী কোচ সানি ঢিল্লন। সব ধরণের ক্রিকেট থেকে তার উপর এ নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ঢিল্লন পুনে ডেভিলসের সাবেক সহকারী কোচ।
ঢিল্লনের বিরুদ্ধে গত বছর আটটি অভিযোগ আনা হয়। এর মধ্যে একটি অভিযোগে বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনও অর্ন্তভুক্ত ছিলেন। ২০২১ সালে আবুধাবি টি-১০ লিগে ম্যাচের ফলাফল পরিবর্তন করার চেষ্টার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। এ সময় পুনে ডেভিলসের অন্যতম দুই মালিক কিষাণ কুমার চৌধুরী এবং পরাগ সাঙ্ঘবির বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল।
এ বছরের জানুয়ারিতে নাসিরকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। আসহার জাদেয়ী, সাঙ্ঘবি এবং কিষাণকে আগস্টে নিষিদ্ধ করা হয়। তারা সে সময় দুর্নীতি ও ইসিবির আচরণবিধি লঙ্ঘনের কথা স্বীকার করেছিলেন।
ঢিল্লনের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী অনুচ্ছেদের ২.১.১, ২.৪.৪ এবং ২.৪.৬ ভাঙার প্রমাণ পাওয়া আইসিসি তাকে এ শাস্তি দিয়েছে। তার শাস্তি ১৩ সেপ্টেম্বর ২০২৩ থেকে কার্যকর হবে যে সময় থেকে তিনি সাময়িক বহিষ্কার ছিলেন।









