আইএমডিবির তালিকায় ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা বর্তমানে ধানুশ। তালিকার প্রথম দশ জনের মাঝে ছয় জনই দক্ষিণের তারকা।
সবচেয়ে জনপ্রিয় তারকার তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন আলিয়া ও ঐশ্বরিয়া। চতুর্থ স্থানে ও পঞ্চম স্থানে আছেন রামচরণ ও সামান্থা রুথ প্রভু।
ষষ্ঠ স্থান পেয়েছেন হৃতিক রোশন। এরপরেই আছেন কিয়ারা আদভানি। অষ্টম স্থানে যৌথভাবে আছেন এনটি রমা রাও জুনিয়র। নবম ও দশম স্থানে আল্লু অর্জুন ও যশ।
তালিকাটি তৈরি করা হয়েছে তারকাদের অফিশিয়াল পেজের পেজভিউয়ের সংখ্যার ওপরে ভিত্তি করে। বুধবার এই তালিকা প্রকাশ করা হয়।
এবছর ধানুশকে দেখা গেছে তামিল ছবি ‘মারান’ এবং হলিউডের ‘দ্য গ্রে ম্যান’-এ। বছর জুড়ে আলিয়ার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ডার্লিংস’ মুক্তি পেয়েছে এবছর। আর ঐশ্বরিয়াকে দেখা গেছে মণি রত্নমের ‘পন্নিইন সেলভান’ ছবিতে।







