ভারতের জাতীয় পুরস্কার জয়ী নির্মাতা নির্মাতা শেখর কাম্মুলার ছবিতে দেখা যাবে ধানুশ, নাগার্জুন ও রাশমিকাকে। এক ছবিতে এই তিন তারকার থাকার বিষয়টি নির্মাতা জানিয়েছেন বৃহস্পতিবার।
নতুন এই ছবির ঘোষণা দেয়ার জন্য বৃহস্পতিবার হায়দরাবাদে পূজার আয়োজন করেছিলেন নির্মাতা। সেখানে উপস্থিত ছিলেন ধানুশ, শেখর, প্রযোজকরা এবং আরও কয়েকজন।
সিনেমার কাহিনীর ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি। বুধবার ছবির শুটিং শুরু হয়েছে। প্রথম দিন বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ শেষ করেছেন ধানুশ। চলতি মাস জুড়ে চলবে শুটিং।
শ্রী ভেনকাতেশ্বরা সিনেমার ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন সুনীল নারাং এবং পুসকুর রাম মোহন রাও। সিনেমাটি তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস








