ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ) এর সদস্য নাঈমা নার্গিস ববি (৪৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে (ব্রেইন স্ট্রোক) ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি মা, পাঁচ বোন, এক ভাই এবং এক জন পুত্র সন্তান রেখে গেছেন।
ডিইউএমসিজেএএ নাঈমা নার্গিস ববির আত্নার মাগফেরাত কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
নাঈমা নার্গিস ববির নামাজে জানাযা এবং দাফনের বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের পর সবাইকে জানিয়ে দেয়া হবে।







