প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপনে বছরজুড়ে কর্মসূচির পরিকল্পনা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিষয়ভিত্তিক সেমিনার, মানসিক স্বাস্থ্যমেলা ও চাকরি মেলার মতো কর্মসূচিও রাখা হয়েছে। অ্যালামনাই সপ্তাহে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। কর্মসূচির অংশ হিসেবে ৭৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিচালনা করা হবে গবেষণা। প্লাটিনাম জুবিলি মিলনমেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।






