ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত গাড়ির চাপ, সেতুর উপর, পশ্চিশ প্রান্তে সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া এবং মাঝে মাঝে বৃষ্টির কারণে এ যানজটের সৃষ্টি বলে জানিয়েছে পুলিশ।
সোমাবার (২৭ জুন) দিবাগত মধ্যরাত থেকে থেমে থেমে এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে বিপাকে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ। এছাড়া খোলা ট্রাক এবং খোলা পিকাআপের যাত্রীরা বৃষ্টির কারণে বেশি ভোগান্তিতে পড়েছেন।
চালক ও যাত্রীরা জানায়, চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত স্বাভাবিক গতিতে গাড়ী চললেও এলেঙ্গার পর থেকেই ভোগান্তির শুরু। ৫ কিলোমিটার সড়ক পার হতেই লেগে যাচ্ছে দুই থেকে তিন ঘন্টা। রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও।
পুলিশ জানায়, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর উপর দুই বার যানবাহনে সংঘর্ষ, গাড়ি বিকল ও পশ্চিমপ্রান্তে সড়ক দুর্ঘটনার ফলে সেতুতে কয়েক দফা টোল আদায় বন্ধ রাখতে হয়। এতে অতিরিক্ত গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়।
এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান বলেন, আমরা ও জেলা পুলিশের প্রায় সাত শতাধিক সদস্য মহাসড়কে সড়কে দায়িত্ব পালন করছি। গাড়ির টান শুরু হয়েছে আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা। যানজট এড়াতে সেতুর উভয়পাড়ে ১৮ টি টোল বুথ বসানো হয়েছে। সড়কে কাজ করছে ৭ শতাধিক পুলিশ।







