তারা সবাই নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড। তরুণদের প্রিয় এই ব্যান্ডগুলো উঠবে এক মঞ্চে। যদিও গত এক দশকে ব্যান্ডসংগীতের জনপ্রিয়তায় ভাটা পড়লেও সেই সময়ের ব্যান্ডগুলোর আবেদন কমেনি এখনো। এ রকম চারটি ব্যান্ড নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট।
নব্বই দশককে বলা হয় বাংলা ব্যান্ডের স্বর্ণ যুগ। সেই যুগের চার জনপ্রিয় ব্যান্ডকে দেখা যাবে এক মঞ্চে! ‘ঢাকা রেট্রো’ শিরোনামের এ কনসার্টটি হতে যাচ্ছে আগামি ১৮ অক্টোবর।
রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হবে ঢাকা রেট্রো কনসার্টটি। আয়োজন করেছে ব্লু ব্রিক কমিউনিকেশন। কনসার্টে গাইবে নগরবাউল জেমস, আর্ক, মাইলস ও দলছুট।
আয়োজকরা জানিয়েছেন, ইতিমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। গেট সেট রকের ওয়েব সাইট ভিজিট করে দেখা যায়, দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে। ভিআইপি ২,৪০০ টাকা ও সাধারণ ১,৪০০ টাকা।
আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল ৩টায়।









