জাতীয় ক্রিকেট লিগ টি-টুয়েন্টিতে আবারও হেরেছে খুলনা বিভাগ। ঢাকা মেট্রোর কাছে তারকাবহুল খুলনা হেরেছে ৬ রানে। এ জয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে ঢাকা মেট্রোর। দারুণ বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম।
সিলেট একাডেমি গ্রাউন্ডে টসে হারা নাঈম শেখের মেট্রো আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে। জবাবে নুরুল হাসান সোহানের দল ৮ উইকেট হারিয়ে ১৪০ রান তুলতে নির্ধারিত ওভার শেষ হয়। মেট্রো জয় পায় ৬ রানে। তিন জয়ে ছয় পয়েন্টে সবার উপরে উঠেছে দলটি।
ঢাকা মেট্রোর ওপেনার ইমরানুজ্জামান সর্বোচ্চ ৪৬ রান করেন। ২৬ রান আসে শামসুর রহমান শুভ’র থেকে। ২৫ রান করেন অধিনায়ক নাঈম শেখ। খুলনার মেহেদী হাসান রানার নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন আল আমিন হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
সদ্য এশিয়া কাপ জিতে আসা খুলনার আজিজুল হাকিম তামিম দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে জিয়াউর রহমানের থেকে। এছাড়া নাহিদুল ইসলাম ১৬ রান করলেও তা দলের জন্য পর্যাপ্ত ছিল না, দল হারে ৬ রানে।
মেট্রোর আলিসের ৩ উইকেটের পর রাকিবুল ইসলাম ২টি ও মারুফ মৃধা ও আবু হায়দার রনি। এ নিয়ে ৩ ম্যাচে এ জয় ও দুই হারে টেবিলের সাতে আছে নুরুল হাসান সোহানের দল।









