ভারতীয় আবহাওয়া অধিদপ্তর ইন্ডিয়ান মেটিওরলোজিকাল ডিপার্টমেন্ট (আইএমডি) এর ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে ঢাকা।
এনডিটিভি জানিয়েছে, ‘অবিভক্ত ভারত’ সেমিনারে অংশগ্রহণের জন্য পাকিস্তান ও বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারত ইতোমধ্যে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালের পাশাপাশি মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে। পাকিস্তান এই সেমিনারে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা জানান, যখন আইএমডি প্রতিষ্ঠিত হয়েছিল, তখন অবিভক্ত ভারতের অংশ ছিল এমন সব দেশের প্রতিনিধিদের আমরা এই উদযাপনে আমন্ত্রণ জানাতে চেয়েছি। এটি ইতিহাসের ঐক্য উদযাপনের একটি অনন্য প্রচেষ্টা।
প্রসঙ্গত, ভারতীয় আবহাওয়া অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় ১৮৭৫ সালের ১৫ জানুয়ারি। তবে আবহাওয়া পর্যবেক্ষণের কাজ শুরু হয় আরও আগে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ১৭৮৫ সালে কলকাতায় প্রথম পর্যবেক্ষণাগার স্থাপন করা হয়। এর পরপরই মাদ্রাজ (১৭৯৬) এবং বোম্বে (১৮২৬) পর্যবেক্ষণাগার চালু করা হয়।
১৮৬৪ সালে কলকাতায় বিধ্বংসী সাইক্লোন, ১৮৬৬ এবং ১৮৭১ সালে খরার পরে ব্রিটিশ সরকার আবহাওয়ার খুঁটিনাটি তথ্য নথিবদ্ধ করা এবং বিশ্লেষণের সিদ্ধান্ত নেয়। সেই সূত্রেই ১৮৭৫ সালে তৈরি হয় আইএমডি।









