শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় টোল প্লাজা ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ায় কয়েকদিন বন্ধ থাকার পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আবারও শুরু হয়েছে টোল আদায়।
রোববার (১১ আগস্ট) বনানী ও মহাখালী টোলপ্লাজা ছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় শুরু হয়।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীর টোল প্লাজা ভাঙুচর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরদিন মহাখালীর টোলপ্লাজায় আগুন দেয় দুর্বৃত্তরা। ওইদিন থেকেই বন্ধ হয়ে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে।









